জাপার ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার আ‌নিস

SHARE

আ‌নিসুল ইসলাম মাহমুদ‌

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনীতি   প্রতিনিধি,বুধবার   ০৬ আগস্ট ২০২৫ ||  শ্রাবণ ২২ ১৪৩২ :

দলীয় কার্যক্রম প‌রিচালনায় আদাল‌তের আ‌দে‌শে নি‌ষেধাজ্ঞার কার‌ণে জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যা‌ন জিএম কা‌দে‌রের জায়গায় দ‌লের সি‌নিয়র কো চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার আ‌নিসুল ইসলাম মাহমুদ‌কে ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান করা হ‌য়ে‌ছে।

Advertisement

 

মঙ্গলবার দুপু‌রে গুলশা‌নে অনু‌ষ্ঠিত দ‌লের প্রেসি‌ডিয়াম সভায় এ সিদ্ধান্ত হয়।

দ‌লের যুগ্ম মহাস‌চিব বেলাল হো‌সেন এতথ‌্য জানান।

তি‌নি ব‌লেন, ‘‘আদাল‌তের নি‌ষেধাজ্ঞার কার‌ণে জিএম কা‌দের অবর্তমা‌নে দলীয় সাংগঠ‌নিক কার্যক্রম প‌রিচালনায় আ‌নিস ভাই‌কে আজ‌কের প্রেসি‌ডিয়াম সভায় এ দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে। দ‌লের ষোল জন প্রেসি‌ডিয়ামের উপ‌স্থি‌তিতে এবং অনলাই‌নে মতামতের ভি‌ত্তি‌তে এ সিদ্ধান্ত হয়।’’

 

জাতীয় পা‌র্টির দপ্তর সম্পাদক রাজ্জাক খান জানান, আদাল‌তের আ‌দে‌শে নি‌ষেধাজ্ঞার কার‌ণে দলীয় কার্যক্রম প‌রিচালনাসহ চলমান প‌রি‌স্থি‌তি‌ নি‌য়ে দ‌লের প্রেসি‌ডিয়াম সভা ডাকা হয়। দ‌লের সি‌নিয়র কো চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার আ‌নিসুল ইসলাম মাহমু‌দের সভাপ‌তি‌ত্বে সভায় দ‌লের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যানসহ সাংগঠ‌নিক বিষ‌য়ে আ‌লোচনা হয়। দ‌লের মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নুর সঞ্চালনায় আ‌লোচনায় অংশ নেন আদাল‌তের আ‌দে‌শে পদ ফি‌রে পাওয়া জাতীয় পা‌র্টির প্রেসি‌ডিয়াম সদস‌্য কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার,  প্রেসিডিয়াম সদস্য, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ), লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান।

 

এ ছাড়াও সভায় ছিলেন আ‌গে ব‌হিষ্কৃত আদাল‌তের আদে‌শে পদ ফি‌রে পাওয়া দ‌লের কো-চেয়ারম‌্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসি‌ডিয়াম সদস‌্য সাহিদুর রহমান টেপা ও শফিকুল ইসলাম সেন্টু।

Advertisement

অনলাই‌নে দেশ-বি‌দেশ থে‌কে যুক্ত হ‌য়ে আ‌লোচনায় অংশ নেন দ‌লের প্রেসি‌ডিয়াম সদস‌্য ফখরুল ইমাম, লেঃ জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল, আমিনুল ইসলাম ঝন্টু।

 

সভায় নেতারা দ‌লের ক‌থিত মহাস‌চিব ব‌্যা‌রিস্টার শামীম হায়দার পা‌টোয়ারী‌কে ‘অ‌বৈধ মহাস‌চিব’ আখ‌্যা দি‌য়ে আদাল‌তের আ‌দেশ মান‌্য ক‌রে দলীয় কার্যক্রম থে‌কে জিএম কা‌দের‌কে বিরত থাকার আহ্বান জা‌নি‌য়ে সাংগঠ‌নিক কার্যক্রম এ‌গি‌য়ে নি‌তে দ‌লের জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হি‌সে‌বে মতামত দেন। প‌রে সক‌লের সম্ম‌তি‌তে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর দ‌লের বৃহত্তর ঐক‌্য, দ‌লের শ‌ক্তিশালী কাঠা‌মো বৃ‌দ্ধি, আসন্ন জাতীয় নির্বাচন, জাতীয় রাজনী‌তি‌তে জাতীয় পা‌র্টির করণীয় নির্ধার‌ণে সভা আপাতত মুলতবী ঘোষণা করে ৬ আগস্ট (বুধবার) বিকেল চারটায় পুনরায় সভা ঘোষণা করা হয়।

এর আ‌গে গত বৃহস্প‌তিবার ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির কার্যক্রম প‌রিচালনায় দ‌লের চেয়ারম‌্যান জিএম কা‌দের‌কে নি‌ষেধাজ্ঞা‌দেশ প্রদান ক‌রেন। একইস‌ঙ্গে দ‌লের সি‌নিয়র কো-চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার আ‌নিসসহ দশজন‌কে স্বপ‌দে ফি‌রি‌য়ে নেওয়ার আ‌দেশ দেন।

 

এ‌দি‌কে আদাল‌তের আ‌দে‌শে জিএম কা‌দের দলীয় কার্যক্রম থে‌কে বিরত থাক‌লেও তার নিযুক্ত মহাস‌চিব ব‌্যা‌রিস্টার শামীম পা‌টোয়ারীর নেতৃ‌ত্বে সাংগঠ‌নিক কার্যক্রম প‌রিচালনা কর‌ছে দল‌টির একটা অংশ। তারা বরং জিএম কা‌দে‌রের বিরু‌দ্ধে দা‌য়েরকৃত মামলা‌কে সাজা‌নো ও মিথ‌্যা দা‌বি ক‌রে এর প্রতিবা‌দে কাকরাই‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে বি‌ক্ষোভ ‌মি‌ছিল সমা‌বেশ ক‌রে‌ছে।