(ভিডিও)বরিশালে আবারও মায়ের পরকীয়ার বলি সন্তান

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশালের উজিরপুর প্রতিনিধি, শনিবার   ০২ আগস্ট ২০২৫ ||  শ্রাবণ ১৮ ১৪৩২ :

বরিশালের উজিরপুরের হারতায় ৮ বছরের শিশু দীপ্ত হত্যার রেশ না কাটতে আবারও এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। মায়ের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় মেয়েকে খুন করেছে মা ও তার পরকীয়া প্রেমিক। ঘটনাটি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামের।

Advertisement

ঘটনা সূত্রে জানা যায়, ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামের সোহরাব হাওলাদারের স্ত্রী লিপি আক্তার পরকীয়ার সম্পর্কে জড়ান একই ইউনিয়নের রামকাঠি গ্রামের নুরু খানের ছেলে কবির খানের সঙ্গে। গত ২৭ মে দুপুরে লিপি আক্তার ও প্রেমিক কবির খানের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলে তন্নি আক্তার (১৩)।

Advertisement

বিষয়টি তন্নি আক্তার তার বাবাকে বলে দেওয়ার কথা বলে। এ সময় ঘাতক মা লিপি আক্তার ও তার পরকীয়া প্রেমিক কবির খান মিলে তন্নিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। হত্যা নিশ্চিত করে তন্নিকে গলায় দড়ি দিয়ে ঘরে ঝুলিয়ে রাখেন। এরপর তন্নি আত্মহত্যা করেছে বলে বলতে থাকেন মা লিপি আক্তার।

এ ঘটনায় গত ২৭ মে কাউনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেন লিপি আক্তার। সেই মামলার তদন্তে গিয়ে মূল রহস্য উদঘাটন করেন থানা-পুলিশের ওসি তদন্ত ছগির হোসেন।

Advertisement

https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ

এ ঘটনায় শনিবার (৪ জুন) মা লিপি আক্তারকে আটক করে কাউনিয়া থানা-পুলিশ। অপর আসামি কবির খান পলাতক। এই হত্যাকাণ্ডের ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন নিহত তন্নির বাবা সোহরাব হাওলাদার।

বরিশালে আবারও মায়ের পরকীয়ার বলি সন্তান