টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),টাঙ্গাইলের ভূঞাপুর প্রতিনিধি,শুক্রবার   ০১ আগস্ট ২০২৫ ||  শ্রাবণ ১৭ ১৪৩২ :

টাঙ্গাইলের ভূঞাপুরে আল-কারীম দারুর উলুম আজাদী মাদরাসার ১১ বছরে ছাত্রকে বলাৎকার অভিযোগে ওয়ালী উল্লাহ নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) জামালপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার মাদ্রাসা শিক্ষক উয়ালিউল্লাহ পাবনার চাটমোহর উপজেলার ধানবিলা গ্রামে মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলামের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ওই শিশু ছাত্রকে নানা কাজের অজুহাতে শিক্ষক উয়ালিওল্লাহ গভীর রাতে তার কক্ষে নিয়ে যান। এছাড়াও একাধিকবার তার কক্ষে ডেকে নিয়ে নানা যৌন নিপীড়ন মূলক কাজে বাধ্য করেন। গত ২৪ জুলাই শিশুকে জোরপূর্বক বলাৎকার করেন শিক্ষক ওয়ালী উল্লাহ।

Advertisement

আর এই বিষয়টি অন্য সহপাঠীদের কাছে জানালে ঘটনাটি প্রকাশ পায়। পরে জামিয়া আরফান আলী মহিলা মাদরাসার পরিচালক ও ইসলামী আন্দোলন ভূঞাপুর উপজেলার সভাপতি মুফতি আসাদুজ্জামান শামীমের নেতৃত্বে শিক্ষার্থীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে টাকার বিনিময়ে স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয় ভুক্তভোগী পরিবারকে। পরে স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তি চেয়ে মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দেয়ার পর পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে।

Advertisement

https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে অভিযুক্ত বিষয়টি শিকার করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার