মাস্ক পরা দুর্বৃত্তরা ছিল মামুনের অপেক্ষায়, বাস থেকে নামতেই কুপিয়ে হত্যা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুমিল্লার দাউদকান্দি  প্রতিনিধি,ঢাকা     শনিবার   ২৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১১ ১৪৩২ :

 

কুমিল্লার দাউদকান্দিতে মুখে মাস্ক পরা অন্তত ৪/৫ জন দুর্বৃত্ত কুপিয়ে ও পিটিয়ে ‘২৩ মামলার আসামি’ মো. আল-মামুন নামের এক যুবককে হত্যা করে। প্রায় ৪ মিনিট ধরে তাকে কুপিয়ে হত্যা নিশ্চিত করা হয়। আগে থেকেই স্টেশনে মামুনের অপেক্ষায় ছিল দুর্বৃত্তরা। সবার হাতে ছিল ধারালো অস্ত্র।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের অদূরে গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস থেকে নিচে নামার সঙ্গে সঙ্গেই এ হামলা হয়।

Advertisement

রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মুঠোফোনে সমকালকে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী।

নিহত মামুন তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। গৌরীপুর বাজারের পাশে ভুলিরপাড় এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় তিনি থাকতেন।

পুলিশের তথ্য অনুযায়ী নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় হত্যা, ধর্ষণ, মাদক, অপহরণ ও চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মামুন ৩ নারীসহ রাতে কক্সবাজার যেতে ঢাকা থেকে এসি বাসে উঠেন। গৌরীপুর স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

পুলিশের একাধিক সূত্র জানায়, মামুনের ৩ নারীসহ বাসে কক্সবাজার যাওয়া ও গৌরীপুর বাস স্টেশনে গাড়ি থেকে নামার পরিকল্পনার বিষয়ে হয়তো আগেই জানতো দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ নারীকে রাতভর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৩ নারীর একজন মুক্তা আকতার নিজেকে মামুনের স্ত্রী পরিচয় দিয়েছেন। বাড়িতেও তার স্ত্রী সন্তান আছে। আজ সকালে ওই ৩ নারীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, নাম আল মামুন হলেও এলাকায় তিনি মামুন সম্রাট নামেই বেশি পরিচিত ছিলেন। তিতাস ছাড়াও দাউদকান্দির গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ কিশোর গ্যাং পরিচালনা করতেন তিনি। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ও গত ১৩ মে রাতে তিনি ইয়াবাসহ যৌথবাহিনীর হাতে আটক হন। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হন। কোনো রাজনৈতিক দলের পদে না থাকলেও যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সে সরকারের নেতাদের আশ্রয়ে এলাকায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করতেন।

Advertisement

https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী আজ সমকালকে বলেন, ঘটনাস্থলের কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তবে দুর্বৃত্তদের মুখে মাস্ক থাকায় শনাক্ত করা যাচ্ছে না। ওসি বলেন, ৩ নারীকে নিয়ে মামুনের কক্সবাজার যাওয়ার খবর আগে থেকেই কীভাবে দুর্বৃত্তরা জেনেছে সে বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত মনে হচ্ছে।

মো. আল-মামুন