গুপ্তচর পোকা থেকে যুদ্ধরোবট: জার্মানির প্রতিরক্ষা প্রযুক্তিতে বিপ্লব

SHARE

গুপ্তচর পোকামাকড় থেকে এআই রোবট: জার্মানি গড়ে তুলছে যুদ্ধের নতুন ভবিষ্যত। ছবি: রয়টার্স

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক  প্রতিনিধি,বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ৯ ১৪৩২ :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউরোপের নিরাপত্তা দৃশ্যপটে বদলের পর জার্মানি প্রতিরক্ষা প্রযুক্তিতে এক যুগান্তকারী রূপান্তরের পথে। হেলসিং স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা গুন্ডবার্ট শের্ফ বলছেন, ইউরোপের প্রতিরক্ষা শিল্পে এটি মানহাটান প্রকল্পের মতো এক নতুন বিপ্লব। খবর রয়টার্স

Advertisement

চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নেতৃত্বে জার্মানি আগামী ২০২৯ সাল পর্যন্ত প্রতিরক্ষা বাজেট প্রায় তিনগুণ বাড়িয়ে ১৬২ বিলিয়ন ইউরো করার ঘোষণা দিয়েছে। এ অর্থব্যয়ের মাধ্যমে তারা যুদ্ধের আধুনিক চেহারা বদলে দিতে পরিকল্পনা করছে, যেখানে এআই ভিত্তিক রোবট, ড্রোন এবং এমনকি যুদ্ধ-প্রস্তুত গুপ্তচর পোকামাকড়ের মতো অভিনব প্রযুক্তি ব্যবহার করা হবে।

পুরোনো নিরাপত্তা নীতির সঙ্গে লড়াই করে জার্মানি এখন নতুন প্রজন্মের প্রতিরক্ষা স্টার্টআপগুলোকে সরকারি তহবিল ও প্রকিউরমেন্ট ব্যবস্থায় অগ্রাধিকার দিচ্ছে। ARX Robotics-এর সিইও মার্ক উইটফেল্ড বলেন, ‘এখন আর টাকার অভাব নয়, অর্থ বরাদ্দ নিশ্চিত।’

Advertisement

বিশ্লেষকরা বলছেন, জার্মানি ইউরোপীয় নিরাপত্তার মেরুদণ্ড গঠনে এক নতুন দিগন্তের সূচনা করছে। ইউরোপের প্রতিরক্ষা বাজার এখন দ্রুত বর্ধনশীল, যেখানে জার্মানির স্টার্টআপগুলো আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ শক্তিশালী হচ্ছে।

বিশেষ করে ইউক্রেন যুদ্ধে সহযোগিতার মধ্য দিয়ে জার্মানি দ্বিতীয় বৃহত্তম সামরিক সাহায্যকারী হিসেবে আবির্ভূত হয়েছে। এই যুদ্ধক্ষেত্রের বাস্তব পরীক্ষা ও দ্রুত সরকারি অনুমোদন নতুন প্রযুক্তির বিকাশে সহায়ক হচ্ছে।

সাইবার ইনোভেশন হাবের প্রধান স্ভেন ভাইজেনেগার বলেন, ‘ইউক্রেনের ঘটনা জার্মানিতে প্রতিরক্ষা শিল্পে কাজ করার ওপর আগে যেটা ছিল সে কলঙ্ক তা অনেকাংশে মেটে গেছে।’

 

তবে এই রূপান্তর সহজ নয়। ইউরোপের বাজার বিভক্ত ও বিভিন্ন দেশের ক্রয় নীতিমালা আলাদা হওয়ায় বড় চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। তবুও জার্মানির প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ও উদ্ভাবন দ্রুত বেগ বাড়াচ্ছে।

স্টার্টআপগুলো এমনকি সেনাবাহিনীর পরীক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। উদাহরণস্বরূপ, সোয়ার্ম বায়োট্যাকটিক্স’র বায়োরোবট পোকামাকড় রিয়েল-টাইম গোয়েন্দাগিরিতে ব্যবহৃত হচ্ছে, যেখানে মানুষের হাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।

Advertisement

https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ2

অর্থনৈতিক সংকটের মধ্যে এই প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন জার্মানির জন্য নতুন কর্মসংস্থান ও উদ্ভাবনের সুযোগও সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন, ‘একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প মানেই শক্তিশালী অর্থনীতি।’

গুপ্তচর পোকামাকড় থেকে এআই রোবট: জার্মানি গড়ে তুলছে যুদ্ধের নতুন ভবিষ্যত। ছবি: রয়টার্স