উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত অনেকে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকার উত্তরার দিয়াবাড়ী প্রতিনিধি, সোমবার   ২১ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ৬ ১৪৩২ :

 

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত অনেকে 

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।

Advertisement

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাইজিংবিডির প্রতিনিধি জানিয়েছেন, সেখানে ২০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের শরীর দগ্ধ হয়েছে।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল।

Advertisement

https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ2

 

বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাস এলাকার একটি ভবনের ওপর পড়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে। ফলে আহতদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি আহত ব্যক্তিকে উত্তরার বিভিন্ন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি।

https://youtu.be/umh2XuX_d6I?si=iXFoTegecB_SsUpY