এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালানো হয়েছে: নাহিদ

SHARE

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা: সংগৃহীত ছবি

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খুলনা প্রেসক্লাব প্রতিনিধি,বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২ :

গোপালগঞ্জে সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ জুলাই) খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

Advertisement

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায় গুলিবর্ষণ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা করে। সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদের উপরেও হামলা চলায়। এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকের যে পথসভা ছিল মাদারীপুর ও শরীয়তপুর সেটি স্থগিত করা হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের একটা আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরো দেশে যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামি ছাত্রলীগের যেসব নেতারা রয়েছেন তারা গোপালগঞ্জে ছিলেন। তারা খুব পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের হত্যার উদ্দেশ্যে আজকে সশস্ত্র হামলা চালিয়েছে।

Advertisement

https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ2

নাহিদ বলেন, জাতীয় নাগরিক পার্টি চ্যালেঞ্জ নিয়েছে ৩০ দিনে দেশের ৬৪ জেলায় যাবে। আগামীকাল ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে। আগের সময়সূচি অনুযায়ী পথসভা চলতে থাকবে বলে জানান নাহিদ।