ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আন্তর্জাতিক প্রতিনিধি,১৯ ডিসেম্বর : জর্দানের কারাক প্রদেশের একটি থানায় ও টহল পুলিশের ওপর অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় কানাডার এক নারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাহাড়ি শহর কারাকে বন্দুকধারীরা নিরাপত্তা কর্মীদের ওপর গুলি চালিয়ে হামলা শুরু করে। পরে হামলাকারীরা ক্রুসেড আমলের একটি প্রাসাদে বহু সংখ্যক মানুষকে পণবন্দী করে এবং পুলিশের ওপর গুলি চালায়। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায় নি।
বন্দুকধারীদের হাত থেকে ১০ ব্যক্তিকে বাঁচাতে সক্ষম হয়েছে পুলিশ। এর মধ্যে চার বিদেশী পর্যটক রয়েছে। তবে এখনো প্রসাদের ভেতরে কয়েকজন পণবন্দী অবস্থায় রয়েছে।
জর্দানের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন পুলিশ, দুজন জর্দানের বেসামরিক নাগরিক ও একজন কানাডার পর্যটক। হামলায় পুলিশসহ অন্তত ২৭ ব্যক্তি আহত হয়েছে। কানাডা সরকার তাদের এক নাগরিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।