কুমিল্লায় ৩ জনকে হত্যা: আরও ৬ আসামি গ্রেপ্তার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুমিল্লার মুরাদনগর প্রতিনিধি,শনিবার   ০৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২১ ১৪৩২ :

কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারেরে ঘটনায় জড়িত আরও ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৫ জুলাই) র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করলো আইনশৃঙ্খলা বাহিনী।

Advertisement

এর আগে শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- কড়ইবাড়ী গ্রামের মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

Advertisement

গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোকসানা আক্তার রুবির বাড়িতে হামলা চালায় স্থানীয় জনতা। তার বিরুদ্ধে বারবার মাদক কারবারের অভিযোগ উঠলেও প্রশাসনের পর্যাপ্ত পদক্ষেপ না থাকায় ওইদিন সকালে হঠাৎ ৮০-৯০ জন তার বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে রোকসানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

Advertisement

https://www.facebook.com/share/p/1NT3RTcPAN

 

ওই ঘটনায় নিহত হন রোকসানার ছেলে রাসেল ও মেয়ে জোনাকিও। সেই সঙ্গে গুরুতর আহত হন রোকসানার আরেক মেয়ে রুমা। এ ঘটনায় নিহত রোকসানার মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে শুক্রবার ৬৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এরমধ্যে মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

কুমিল্লার মুরাদনগরে পিটিয়ে হত্যা করা এই তিনজনকে। ছবি: সংগৃহীত