ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫ || আষাঢ় ১৯ ১৪৩২ :
ইসরায়েলে একের পর এক রকেট হামলা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজা থেকে এসব রকেট ছোড়া হয়েছে।
ইসরায়েলের বিমান বাহিনী দুটি রকেট প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এক্সে করা এক পোস্টে দখলদার সামরিক বাহিনী জানিয়েছে, “স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সক্রিয় সতর্কতা অনুসরণ করে, বিমান বাহিনী উত্তর গাজা উপত্যকা থেকে আসা দুটি রকেট প্রতিহত করেছে”।
তবে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গাজা সীমান্তের কাছে অবস্থিত সেডেরোট এবং ইবিমে সাইরেন বাজানোর পর, আইডিএফ জানিয়েছে যে তারা পরিস্থিতি খতিয়ে দেখছে।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN
এর আগে মঙ্গলবার (১ জুলাই) রাতে নতুন করে ইসরায়েলে হামলা চালায় ইয়েমেনের হুতি যোদ্ধারা। এই হামলার আগে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রতিক্রিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।
সূত্র : আল জাজিরা
