সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী চাঁদাবাজ লিটন আটক (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর পুরানা পল্টন  প্রতিনিধি,শুক্রবার   ০৬ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩২ :

রাজধানীর মতিঝিল ও পুরানা পল্টন এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে সন্ত্রাসী লিটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ছিনতাই ও অপহরণের মামলা ছিল।

Advertisement

পুরানা পল্টনের নিউ বন্ধু হোটেলের একটি কক্ষ থেকে বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাসে গুলিস্তান সেনাক্যাম্পে একাধিক সাধারণ নাগরিক অভিযোগ করে আসছিলেন লিটন নামক এক ব্যক্তি ও তার কিছু সহযোগী পুরানা পল্টন এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল এবং টাকা না দিলে অস্ত্র প্রদর্শন করে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করছিল। এছাড়া গত বছরের ২৭ সেপ্টেম্বর ছিনতাই ও অপহরণের কারণে যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। এই ঘটনায় পুলিশি অভিযানের মাধ্যমে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অস্ত্র উদ্ধার করা হলেও লিটন পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে লিটনের গতিবিধি নজরদারিতে রাখে এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করে।

Advertisement

 

এদিন লিটন ও তার সহযোগীরা পুরানা পল্টন এলাকায় অবস্থান করছে—এমন নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ বীর (মেক)-এর একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক নির্ধারিত স্থানে অভিযান পরিচালনা করে। রাত ৮টার দিকে পুরানা পল্টনের নিউ বন্ধু হোটেল সংলগ্ন এলাকায় লিটনের ব্যক্তিগত অফিস ও অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে লিটনকে নিউ বন্ধু হোটেলের একটি কক্ষে অবস্থানরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে তার ব্যবহৃত কক্ষ, অফিস এবং আবাসনে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল, নগদ ২ লাখ টাকা এবং ১১০০ ইউএস ডলার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।