সাংবাদিক মোঃ আলমগীর হোসেনের পিতার দাফন সম্পন্ন!

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),মোঃ নাজিম উদ্দিন (নিজাম) মেঘনা থেকে,শনিবার   ১৭ মে ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩২ :

কুমিল্লার মেঘনা উপজেলার চর বিনদপুর গ্রামের প্রখ্যাত প্রবীণ মুরুব্বি ও শ্রদ্ধেয় সমাজসেবক মোঃ আনোয়ার আলী’র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মরহুম মোঃ আনোয়ার আলীর ছেলে সাংবাদিক মোঃ আলমগীর হোসেন দৈনিক বঙ্গ জননী পত্রিকার নিউজ এডিটর ও মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক। মরহুম মোঃ আনোয়ার আলী শুক্রবার (১৬ মে) ভোর ৫টার দিকে নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।বাদ জুমা তাঁর নিজ গ্রাম চর বিনদপুর কবরস্থান সংলগ্নে বিকাল ২.৩০ মিনিটে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও সর্বস্তরের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পরে তাঁকে চর বিনদপুর কবরস্থানে দাফন করা হয়।

মো.আনোয়ার আলী একজন আদর্শবান পিতা ও সমাজের শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।