ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),স্বদেশ প্রতিদিন সৌজন্যে প্রতিনিধি,বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ || জ্যৈষ্ঠ ১ ১৪৩২ :
ভোক্তাদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লার মেঘনা উপজেলায় পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং লাইসেন্স ও মেয়াদহীন বেকারি পণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে তিনটি প্রতিষ্ঠানকে।
Advertisement
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রমে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহীম খলিল।
Advertisement
অভিযানের শুরুতে উপজেলার মানিকারচর বাজারে দুলালের হোটেলে গিয়ে দেখা যায়, খাবার প্রস্তুত ও পরিবেশনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রান্নাঘরে নেই সুষ্ঠু পরিচ্ছন্নতা, পাত্র-বাসন অপরিচ্ছন্ন এবং পরিবেশও অস্বাস্থ্যকর। এ কারণে হোটেলটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ২ হাজার ও একই বাজারের উজ্জ্বলের হোটেলেও প্রায় একই অবস্থা পরিলক্ষিত হওয়ায় তাকে ১ হাজার টাকা জরিমানা করেন আদালত। পরবর্তী ধাপে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স না থাকা সত্ত্বেও বেকারি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ এবং সিলবিহীন খাদ্যপণ্য বিক্রির প্রমাণ মেলে। এ অপরাধে বেকারিটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন বলেন, “সাধারণ জনগণের স্বাস্থ্য নিয়ে কেউ যেন ব্যবসা না করতে পারে, সেজন্যই আমাদের এই উদ্যোগ। আমরা ভোক্তার অধিকার রক্ষা এবং জনস্বাস্থ্যের নিরাপত্তায় নিয়মিত নজরদারি করছি। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান ছিল জনস্বার্থে, এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”