ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),ভারতের রাজস্থানের নাগৌর প্রতিনিধি, রোববার ১১ মে ২০২৫ || বৈশাখ ২৮ ১৪৩২ :
ভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের মাড়োয়ারি পরিবারে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে পাত্রকে মোট ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকার উপহার দিলো পাত্রীর পরিবার।
Advertisement
উপহারের তালিকায় কী কী ছিল, তা বিয়ের অনুষ্ঠানে মাইকে ঘোষণা করা হলে উপস্থিত সবাই হাততালি দিয়ে তা স্বাগত জানায়। সম্প্রতি বিয়েবাড়ির এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। খবর হিন্দুস্তান টাইম বাংলার।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে সর্বসমক্ষে কোটি কোটি টাকার যৌতুক দেয়া হচ্ছে পাত্রকে। এক একটি উপহারের ঘোষণার পরই হাততালিতে ভরিয়ে দিচ্ছেন উপস্থিত সবাই।
Advertisement
যৌতুকের তালিকায় রয়েছে, একাধিক সোনার গহনা, তিন কেজি রুপা, একটি পেট্রোল পাম্প, ২১০ বিঘা জমি ও কয়েক কোটি টাকা। সব মিলিয়ে ১৫ কোটি ৬৫ লাখ টাকার উপহার পেয়েছেন তিনি। সবটাই পাত্রীর পরিবারের তরফে পাত্রকে বিয়ের দিন দেয়া হয়।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাত্রকে এই বিশাল উপহার দিয়েছেন পটলিয়া পরিবারের চার ভাই—ভাওয়ারলাল, রামচন্দ্র, সুরেশ এবং ডা. করণ পটলিয়া, যারা বর শ্রেয়াংশ চাবার মামা এবং চাচাতো মামা। উল্লেখ্য, বর শ্রেয়াংশ চাবা হলেন বিজেপির সাবেক রাজ্য সাধারণ সম্পাদক জগবীর চাবা ও কমলা দেবীর ছেলে।
Advertisement
এমন বিশাল যৌতুক দেয়া রাজস্থানের মাড়োয়ারি সমাজে একটি ঐতিহ্য, যা ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে সম্প্রতি এ ধরনের বৃহৎ যৌতুক প্রদর্শন নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, এবং এটি সমাজে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ও চাপ তৈরি করছে বলে অভিযোগ করা হচ্ছে।
