ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),বিশেষ প্রতিনিধি,শনিবার ১০ মে ২০২৫ || বৈশাখ ২৭ ১৪৩২ :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত আসার পরপরই বাঁধভাঙা উল্লাস শুরু হয় শাহবাগে।
Advertisement
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে শাহবাগ অবরোধ করে অবস্থান নেওয়া ছাত্র-জনতা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত শোনার অধীর অপেক্ষায় ছিল। অবশেষে তাদের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বাসের বন্যা দেখা যায় শাহবাগে।
বৈঠক চলছে যমুনায়, সিদ্ধান্তের অপেক্ষায়
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার রাতে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবন থেকে রাত ৯টা ৫০ মিনিটে বিবৃতি দেওয়ার কথা থাকলে আরো কিছু সময় লাগবে।
বৈঠক থেকে নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত চাই: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “উপদেষ্টা পরিষদের মিটিং চলছে, সেটা আমরাও জানতে পেরেছি। আপনারাও (উপস্থিত সাংবাদিক) জানেন। আমরা চাই, সে বৈঠক থেকে যেন আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এবং রুপরেখা আসে।”
“যদি না আসে, পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এই যে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যাদের হাত ধরে জুলাই হত্যাকাণ্ড এবং বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, তাদের অস্তিত্বই বাংলাদেশের মানুষ দেখতে চায় না।”
শনিবার (১০ মে) রাত ৮টা ৪০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিক মোড়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, “আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট যে, রোডম্যাপটা নেওয়ার জন্য আজকে এখানে অবস্থান করেছি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ও বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের সমন্বিত সিদ্ধান্তই নির্ধারণ করবে আমাদের গন্তব্য এখানেই থাকবে, না কোন দিকে যাবে।”
Advertisement
সারজিস বলেন, “আমরা এখনো যমুনার সামনে যাইনি। আমরা ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিক মোড়ে অবস্থান করছি। অর্থাৎ, আমরা শাহবাগ এবং যমুনার মাঝামাঝি জায়গায় অবস্থান করছি।”
“আমরা এখানে আছি একটা কারণে; কারণটা হচ্ছে, আমরা উপদেষ্টমণ্ডলী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। আর সেই বার্তা হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ এখন গণমানুষের দাবি হিসেবে চূড়ান্ত,” যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, “আমরা আমাদের জায়গা থেকে যমুনা থেকে কিছুটা দূরে এসেছি। কিন্তু এটাও বলে দিচ্ছি, আমরা চাইলে যমুনার দিকে যেতে পারি। আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে যমুনাও দেখা যায়; শাহবাগও দেখা যায়।”
যমুনার পথে ব্যারিকেড, ‘সতর্ক’ অবস্থানে পুলিশ
ঢাক মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “পরিস্থিতি এখনো স্বাভাবিক। তবে আন্দোলনকারীরা শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে আগাচ্ছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি, যমুনার দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম।
যমুনার আগে ইন্টারকন্টিনেন্টালে পুলিশের ব্যারিকেড
রাজধানী রমনার মিন্টো রোডে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় যাওয়ার পথে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় পুরোপুরি বেরিকেড দিয়ে ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যাক সদস্য।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না নিলে যুমনা অভিমুখে মার্চ করার আলটিমেটাম আসে শাহবাগের গণজমায়েত থেকে। মূলত এর পরই যমুনায় যাওয়ার পথে ব্যারিকেড তুলে অবস্থান নেয় পুলিশ। এখন সেখানে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
রাজধানী রমনার মিন্টো রোডে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় যাওয়ার পথে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় পুরোপুরি বেরিকেড দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায়। ছবি: রাইজিংবিডি।
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে। শনিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই বৈঠক শুরু হয়।
দাবি না মানলে যমুনা অভিমুখে মার্চ: হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এক ঘণ্টার মধ্যে মেনে না নিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে মার্চ করবে আন্দোলনকারীরা।
শনিবাার সন্ধ্যা পৌনে ৮টার দিকে শাহবাগ চলমান আন্দোলনের মধ্যে এই ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেন, “ইন্টেরিম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। সময় থাকতে করেন। আগামী এক ঘণ্টা সময় দিলাম। যদি এই এক ঘণ্টায় ঘোষণা না আসে, তাহলে আমরা ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র ধরে বাংলামোটর অবধি দখল করে নেব। প্রয়োজনে যমুনাও ঘেরাও করা হবে।”
আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার গণজমায়েত কর্মসূচি থেকে হাসনাত মাইকেঘোষণা করেন, “আগামী এক ঘণ্টায় উপদেষ্টা মিটিং থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করা হবে। এক ঘণ্টা পর শাহবাগ হতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল রোডে যাত্রা শুরু করা হবে।”
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলগত বিচার করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করার তিন দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বানে কর্মসূচিতে ছাত্র-জনতা অংশ নিয়েছে।
Advertisement
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ৮ মে রাতে দেশছাড়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান নেয় এনসিপি নেতাকর্মীরা। রাত পেরিয়ে ৯ মে সারা দিন সেখানে অবস্থান করার পর রাতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় তারা। সেখান থেকে ১০ মে বিকালে শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়; সে অনুযায়ী বিকাল থেকে শাহবাগে চলছে গণজমায়েত। এখন তারা সরকারকে আলটিমেটাম দিয়েছেন, এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিতে হবে।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে সরকার সিদ্ধান্ত নেওয়ায় শনিবার রাতে শাহবাগে উল্লাস। শাহবাগে দেখা যায় হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ এনসিপি নেতাদের। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি)