ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫ || ফাল্গুন ৭ ১৪৩১ :
থানায় বোনের জিডি করার পর স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন। ক্যারিয়ারে শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ কেন বিয়ে করেছিলেন সে বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী।
Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে পপি বলেন, আমার কোনো বিয়ে করার পরিকল্পনা ছিল না। ‘ভয়াবহ দুর্ঘটনা’ থেকে আদনানকে (জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল) বিয়ে করি।
পপি আরও বলেন, সালটা ছিল ২০১৯। অনেক বড় অঙ্কের টাকা চুরি হয়। থানায় জিডি করি। আমাকে রমনা থানায় ডাকা হয়। পারিবারিক বন্ধু আদনানকে সাথে নিয়ে যাই। থানায় গিয়ে দেখি আমার ভাই-বোনেরা। জীবন নিয়ে তখন আতঙ্কিত হয়ে পড়ি।
আফসোস করে তিনি বলেন, আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ। অথচ আমার সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে জটিলতা তৈরি করছে আমারই পরিবার। মুহূর্তেই তখন মনে হলো, কারো কাছেই আমি নিরাপদ নই।
স্বামী আদনান প্রসঙ্গে এ নায়িকা বলেন, ওই কঠিন সময়টাতে আদনান আমাকে ছায়ার মতো আগলে রাখে। আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, আমি আছি, নো টেনশন।
Advertisement

এরপর তিনি বলেন, ২০২০ সালে আবারও আমার সম্পত্তি নিয়ে পারিবারিক কলহের তৈরি হয়। অনেক কষ্টে পুলিশের সহায়তায় আমার জায়গা-জমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট উদ্ধার করি। এরপর জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে যাই। আমার সামনে তখন দুটি পথ খোলা ছিল। এক আত্মহত্যা, দুই পরিবারের সদস্যদের হাতে খুন হওয়া।
বিয়ের কারণ জানিয়ে পপি বলেন, তখন আদনানকে পাশে পাই। ওর কারণেই কোনো জটিলতা আমাকে তখন স্পর্শ করতে পারেনি। পরিস্থিতি এমন পর্যায়ে এক সময় চলে যায়, যে আদনান আর আমি বাধ্য হই বিয়ে করতে।
বিয়ের মুহূর্তের কথা মনে করে এ অভিনেত্রী বলেন, ২০২০ সালের নভেম্বরে আদনানকে বিয়ে করি। আমাদের সাত বছরের পরিচয়। পরিচয়ের তিন বছরের মাথায় আমাদের বিয়ে হয়। বিয়েতে আত্মীয় স্বজন সবাই ছিলেন। কিন্তু মাকে ডাকিনি। কারণ তিনি কখনই চাইতেন না আমি বিয়ে করে সংসারী হই।
Advertisement

বিয়ের পর ধানমন্ডির বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতে শুরু করেন পপি। স্বামী যেভাবে চেয়েছেন, সেভাবেই জীবনটাকে গুছিয়ে নিয়েছেন। এখন আর সিনেমায় কাজ করতে চান না তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। তার ভাষায়, আমি স্বামী, সংসার নিয়েই সুখে থাকতে চাই।

আদনান উদ্দিন কামাল (বামে) ও পপি (ডানে)


