দাদার বাড়ি ভাঙচুর শেষে ভাঙা হবে শামীম ওসমানের বাড়িও: বিএনপি নেতা (ভিডিও)

SHARE

https://www.youtube.com/live/UGnsYORUMoU?si=v4H70Pv_qZPaSXXt

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), নারায়ণগঞ্জ প্রতিনিধি, বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৩ ১৪৩১ :

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি ও আওয়ামী লীগের সুতিকাগার হিসেবে পরিচিত ‘বায়তুল আমান’ ভবনে আগুন দিয়ে ভেঙে ফেলছে বিএনপির নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা।

Advertisement

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে ভাঙার উদ্দেশ্যে দুইতলা বাড়িটির সামনে জড়ো হন।

এসময় তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিয়ে এক্সকেভেটরের সাহায্যে বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। বিক্ষুব্ধ জনতাও হাতুড়ি-শাবল হাতে নিয়ে তাদের সঙ্গে ভাঙার কাজে যোগ দেন। এক পর্যায়ে ভবনটির ওপরের তলার একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়া হয়। তখন ভবনটির আশপাশে শত মানুষ ভিড় করেন।

Advertisement

জানা গেছে, বায়ান্ন’র ভাষা আন্দোলনের বৈঠকসহ মুক্তিযুদ্ধ পর্যন্ত রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডের স্মৃতি বিজড়িত এ বাড়িটি আওয়ামী লীগের সুতিকাগার হিসেবে পরিচিত। শামীম ওসমানের দাদা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ও তৎকালীন এম.এল.এ খান সাহেব ওসমান আলী ১৯৩৯ সালে বাড়িটি নির্মাণ করেন। এ বাড়িতেই আওয়ামী লীগ দলের প্রতিষ্ঠা হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। তাই এই বাড়িটি ফ্যাসিবাদের আস্তানা বলে দাবি করছেন বিএনপির নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা।

Advertisement

এর আগে এদিন দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করে বিএনপিপন্থি আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় ভবনের নিচতলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে থাকা বিপুল সংখ্যক ছবি ভাঙচুর ও অপসারণ করা হয়।

Advertisement

সেখানে ভাঙচুর কার্যক্রম শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সাংবাদিকদের জানান, আজকের মধ্যেই ‘বায়তুল আমান’ সহ উত্তর চাষাঢ়ায় শামীম ওসমানের পৈতৃক বাড়ি ‘হীরামহল’ ভবন ভেঙে ফেলা হবে। সেই ঘোষণা মতে সন্ধ্যার পর চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশ মুখে ‘বায়তুল আমান’ ভবন ভাঙা শুরু হয়।

শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’ ভবনে আগুন দিয়ে তা ভেঙে ফেলছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)