
গ্রেপ্তারকৃত নাজমুল হাসান ও বিল্লাল প্রধান। ছবি: সংগৃহীত
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর মিরপুর প্রতিনিধি,বুধবার ২৯ জানুয়ারি ২০২৫ || মাঘ ১৫ ১৪৩১ :
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্বের ফাঁদ পেতে জিম্মি করে চাঁদা দাবি করা একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাজমুল হাসান (৩১) ও মো. বিল্লাল প্রধান (৩৫)
Advertisement

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে মিরপুর মডেল থানার উত্তর পীরেরবাগ মুন্সিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো ছুরি, তিনটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার তথ্য অনুযায়ী, রাঙ্গামাটির বাসিন্দা আলমগীর হোসেনের সঙ্গে চক্রের এক সদস্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। কয়েকদিনের কথোপকথনের পর চক্রটি তাকে ঢাকায় আসার প্রলোভন দেখায়। মঙ্গলবার রাতে আলমগীর তাদের কথামতো মিরপুরের মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাটে আসেন।
Advertisement

ফ্ল্যাটে প্রবেশের পর চক্রের সদস্যরা আলমগীরকে জিম্মি করে তার পরিবারের কাছ থেকে মোবাইল ফোনে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তারা আলমগীরকে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছ থেকে নগদ ১১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তাকে ছেড়ে দেয়।
ঘটনার পর ভুক্তভোগী আলমগীর মিরপুর মডেল থানায় অভিযোগ করেন। এর আগে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ বিষয়টি জানানো হলে মিরপুর থানার একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রের অবস্থান সনাক্ত করে। মুন্সিবাড়ী এলাকার ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সদস্যরা এখনও পলাতক।
Advertisement

আলমগীর বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছয়জনকে এজাহারভুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অপরাধের কথা স্বীকার করেছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মিরপুর মডেল থানা।

গ্রেপ্তারকৃত নাজমুল হাসান ও বিল্লাল প্রধান। ছবি: সংগৃহীত


