ইউটিউব-ফেসবুকেও নিষিদ্ধ জাকির ‍নায়েকের বক্তব্য

SHARE

peace-tv-bg20160710104849ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ইউটিউব-ফেসবুকের মতো জনপ্রিয় অনলাইন মাধ্যমে থেকে সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

 

আটক জঙ্গিদের দেওয়া তথ্যানুযায়ী, তিনজন ব্যক্তির ‘ক্ষতিকর বক্তব্য’ ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

পাশাপাশি সম্প্রচার বন্ধ করে দেওয়া পিস টিভির জাকির নায়েকের বক্তব্য ইউটিউব থেকে সরাতে প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি।

বিটিআরসি’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা সোমবার (১১ জুলাই) বাংলানিউজকে বলেন, আটক জঙ্গিদের দেওয়া তথ্যানুযায়ী- জসিম উদ্দিন রহমানী, রাজ্জাক বিন ইউসুফ এবং তারিক মনোয়ারের বক্তব্যে উস্কানিমূলক বক্তব্য রয়েছে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের তিনজনের বক্তব্য ইউটিউব থেকে সরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিটিআরসিকে অনুরোধ করে। সেই প্রক্রিয়ায় ইউটিউব থেকে বক্তব্যগুলো সরানো হচ্ছে।

এ প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বাংলানিউজকে বলেন, উস্কানিমূলক বক্তব্যগুলো বন্ধ করছি। ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বক্তব্য চিহ্নিত করে সেই লিংক বন্ধের কাজ শুরু হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ইউটিউব থেকে পিস টিভির জাকির নায়েকের ভিডিও’র ইউআরএল সরাতেও তারা কাজ করছেন।

রোববার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের পর সোমবার বিতর্কিত বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা দেয় সরকার।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াব সমন্বয় কমিটি অবশ্য বলছে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের পর রোববার থেকেই তারা দেশের বিভিন্ন স্থানে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

সোমবার তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে পিস টিভির ডাউন লিংক অনুমতি বাতিলের আদেশ দেয়।

আদেশে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং ডাউন লিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংক অনুমতি বাতিল করা হলো।

আদেশে বাংলাদেশের অভ্যন্তরে এ চ্যানেলের সব প্রকার সম্প্রচার বন্ধের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও), বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিটিআরসিসহ গুরুত্বপূর্ণ দফতরে।

সরকারের নির্দেশনা জারির পর কোয়াব সমন্বয় কমিটির আহ্বায়ক শামসুর রহমান শিমুল বাংলানিউজকে বলেন, গতকালের (রোববার) বক্তব্যের পরপরই আমরা অপারেটরদের পিস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশনা দেই।

“সারা দেশে ছোটবড় সাড়ে পাঁচশ’ অপারেটর আছে, তারা বন্ধ করে দিয়েছে।”

তবে সোমবার সকালেও বেশ কিছু জায়গায় পিস টিভি সম্প্রচারে ছিলো বলে জানা যায়।

এ বিষয়ে শামসুর রহমান বলেন, কিছু অপারেটর পিস টিভি চালু রাখতে পারে, সেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই।

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তরারাঁয় হামলার পর হামলাকারীদের কেউ কেউ জাকির নায়েকের ভক্ত বলে অভিযোগ উঠেছে।

জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে তরুণরা জঙ্গি তৎপরতায় লিপ্ত হচ্ছে- অভিযোগে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের দাবি উঠে। সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন ব্যক্তির উস্কানিমূলক বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দেয়।

সরকারের বিভিন্ন কঠোর পদক্ষেপের অংশ হিসেবে অনলাইনে উস্কানিমূলক বক্তব্য সরানো হচ্ছে বলে জানায় বিটিআরসি।