‘টানা ১০ দিন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ে জানান’

SHARE

nahid-sm20160710103609ঢাকা: কোনো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে তা শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (১০ জুলাই) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এসময় তিনি এ অাহ্বান জানান।

এছাড়া পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য কার্যক্রমের দিকেও খেয়াল রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।