নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে বিএনপি নেতা্ আটক (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রতিনিধি, রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন  ২১ ১৪৩১ :

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় আতাউর রহমান (৫০) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার হাবিবপুর এলাকা থেকে সেনাবাহিনী তাকে আটক করে। রোববার (২৯ সেপ্টেম্বর) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

আতাউর রহমানের বিরুদ্ধে মোগড়াপাড়া এলাকার ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি, জমি দখল ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, আটক আতাউর রহমানের বিরুদ্ধে ৫ আগস্ট থেকেই এলাকায় প্রভাব বিস্তারসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিয়ে আসছিলেন। দোকান, ফুটপাতের পাশাপাশি পরিবহনেও চাঁদাবাজি করেন তিনি।

Advertisement

পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আজ বিকেলে আতাউর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। তার পক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা আতাউর রহমানকে আটক করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার