আকাশে শাওয়াল মাসের চাঁদ

SHARE

Falguni-bg20160706195420ঢাকা: দীর্ঘ ৩০ দিন রোজা পালন শেষে অাকাশে উঠেছে ঈদের চাঁদ। শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আকাশে। বৃহস্পতিবার (০৭ জুলাই) দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এর আগে, মঙ্গলবার (০৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের জানান, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর মেলেনি। অর্থাৎ নতুন চাঁদ একদিন পর বুধবার (০৬ জুলাই) দেখা মিলবে।

এদিন (বুধবার) ঠিকই আকাশে চাঁদের দেখা মিলেছে। মেঘযুক্ত আকাশে চাঁদ খানিকটা উঁকি দিয়ে আবারও মিলিছে যাচ্ছে আঁধারে। নতুন এই চাঁদ দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে সর্ব-সাধারণের মধ্যে বার্তি উচ্ছ্বাস দেখা গেছে।

বাড়ির ছাদে বা উঁচু কোনো স্থানে ইফতারের পর পর চাঁদ দেখার উৎসাহ দেখা গেছে।