https://youtu.be/xbfZBSM7bDI?si=NXF_T3CeuZ7v_CAF
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,বরগুনা প্রতিনিধি, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ :
বরগুনা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদকে মারধর করা বিএনপি নেতার ছেলে শাওন মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা সদর থানায় বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী হারুন অর রশিদ। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২-৩ জনকে।
Advertisement
অভিযুক্ত শাওন মোল্লা বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে।
বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মামলায় উল্লেখ করেন, গতকাল রোববার সকাল ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পথরোধ করে তাকে (হারুন অর রশিদ) মারধর করেন বিএনপি নেতা ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা। পরিকল্পিতভাবে মারধরের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেন আসামিরা।
Advertisement
বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ রাইজিংবিডিকে বলেন, ‘ন্যায় বিচারের জন্য থানায় মামলা করেছি। আশাকরি ন্যায় বিচার পাবো।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘আপাতত এই বিষয়ে কোন মন্তব্য করবো না, বিষয়টি তদান্তধীন।’
Advertisement
প্রসঙ্গত, গতকাল রোববার বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদকে মারধর করেন শাওন মোল্লা। ওইদিন রাতেই ফেসবুক লাইভে এসে হারুন অর রশিদকে ডাকাত-ধর্ষক বলে ৫ মিনিট ৪২ সেকেন্ড হামলার বিষয় নিয়ে কথা বলেন শাওন মোল্লা।
অভিযুক্ত শাওন মোল্লা