স্মরণিকায় ভুল ও গাড়ি ভাঙচুরে তদন্ত করে ব্যবস্থা: উপাচার্য

SHARE

arefin-siddik-SM20160701174111ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার একটি প্রবন্ধের যে ভুল হয়েছে তা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

এছাড়া গাড়ি ভাঙচুরের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপাচার্য।

শুক্রবার (০১ জুলাই) সৃষ্ট ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, যে লেখাটার মধ্যে ভুলগুলো পাওয়া গেছে, এটা একজনের লেখা একটি বাই লাইন স্টোরি। সাধারণত এসব বাইলাইন স্টোরির দায়-দায়িত্ব লেখকের নিজের। তবুও এটা ইচ্ছাকৃত ভুল, নাকি অনিচ্ছাকৃত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া। এরই মধ্যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাড়ি ভাঙচুর প্রসঙ্গে উপাচার্য বলেন, আমি বাইরে ছিলাম, ফিরে আসার সময় বাসবভনের গেটে আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ হামলা কারা করেছে এবং কেন করেছে এটাও তদন্ত করে দেখা হবে।

এদিকে স্মরণিকার একটি প্রবন্ধ নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।