কাজী হাবিবুল আউয়ালের বই থেকে সেনা–সমর্থিত সরকারকে যেভাবে বৈধতা দেওয়া হয়েছিল (ভিডিও)

SHARE

https://youtu.be/ZXCKJZr-04w?si=tNCATgs9fvfLHnHw

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),প্রধান নির্বাচন অফিস প্রতিনিধি,শনিবার, ১৭ আগস্ট ২০২৪, ২ ভাদ্র ১৪৩১ : 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নিজের কর্মজীবন নিয়ে বিচার ও প্রশাসন: ভেতর থেকে দেখা নামে একটি বই লিখেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এটি প্রকাশিত হয়েছে।

Advertisement

তিনি ১৯৮১ সালে শিক্ষানবিশ মুনসেফ (সহকারী জজ) পদে বিচার বিভাগে যোগ দিয়ে ২০১৭ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান। ২০০৭ সালে যখন সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, তখন তিনি ছিলেন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কিছুদিন পরে একই মন্ত্রণালয়ের সচিব হন।

Advertisement

তিনি এ বইয়ে সেই সময়ের বিভিন্ন অভিজ্ঞতার কথা লিখেছেন। তাঁর বই থেকে চুম্বক অংশগুলো নিয়ে তিন পর্বের লেখার আজ প্রকাশিত হচ্ছে প্রথম পর্ব।