ডিএনসিসিতে হোল্ডিং ট্যাক্স বাড়বে না

SHARE

dnccঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে হোল্ডিং ট্যাক্স বাবদ আয়ের লক্ষ্যমাত্রা বাড়লেও নগরবাসীর উপর নতুন করে কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

রোববার (২৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ডিএনসিসি’র ২০১৬-১৭ অর্থবছরের বাজেটত্তোর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেয়র আনিসুল হক বলেন, আমি কোনো ট্যাক্স বাড়াবো না। আইনে আছে প্রতিবছর ৫ শতাংশ হারে ট্যাক্স বাড়ানো যায়, এই আইন প্রতিপালন করা হয় না, আমরাও তা চাচ্ছি না।

এবার ২ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট (প্রস্তাবিত) ঘোষণা করেন মেয়র।

তিনি বলেন, এ অর্থবছরে নিজস্ব উৎস থেকে ৯৪৮ কোটি ২৫ লাখ টাকা আয় ধরা হয়েছে, এর মধ্যে ৫০ দশমিক ৬ শতাংশ আসবে হোল্ডিং ট্যাক্স থেকে।

গত ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে হোল্ডিং ট্যাক্স বাবদ আয়ের লক্ষ্যমাত্রা ছিলো ৪১০ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা, প্রধান প্রকৌশলী ব্রি. জে. সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. এস এম সালেহ ভূঁইয়া প্রমুখ ন্যর মধ্যে উপস্থিত ছিলেন।