ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ : রাজধানীর মোহাম্মদপুরের ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’ উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
Advertisement

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সাদিক অ্যাগ্রো ফার্মের মূল ভবনের পাশে প্রথমে একটি টিনশেড স্থাপনা ভেঙে ফেলা হয়। এরপর খালের জমিতে গড়া ফার্মের মূল ভবন ভাঙার কাজ শুরু করে ডিএনসিসি।
Advertisement

ডিএনসিসির কর্মকর্তারা জানান, সাদিক অ্যাগ্রো ফার্ম রামচন্দ্রপুর খাল দখল করে রাস্তার একাংশে বেড়া দিয়ে অবৈধভাবে পশুর হাট বসিয়েছে।
Advertisement

https://youtu.be/lDuin793sCs?si=yfMlt5g53pIhMcSX


