জামিনে মুক্ত সাংবাদিক শওকত মাহমুদ

SHARE

Shokatsm20160622170119ঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক শওকত মাহমুদ।

বুধবার (২২ জুন) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেলার নাসির হোসেন বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে চারটার দিকে শওকত মাহমুদকে জামিনে মুক্তি দেওয়া হয়।

তারা জানান, মঙ্গলবার (২১ জুন) রাতে সাংবাদিক শওকত মাহমুদের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগার-২ এ এসে পৌছায়। পরে তা যাচাই-বাছাই শেষে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ জেলগেটে উপস্থিত ছিলেন।

শওকত মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।

স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।