ইউরো-২০১৬ স্টেডিয়ামে পদদলিত হয়ে ফুটবল ভক্তের মৃত্যু

SHARE

banglanews-BG-1020160617104347ঢাকা: অনেক উচ্ছ্বাস আর দেশের প্রতি ভালোবাসা নিয়ে ফ্রান্সের লিয়ন শহরের স্টেডিয়ামে ইউরো-২০১৬’র ফুটবল খেলা দেখতে এসেছিলেন ৬০ বছর বয়সী উত্তর আয়ারল্যান্ডের একভক্ত ও সমর্থক।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে টানটান উত্তেজনার মধ্যদিয়ে ইউক্রেন-উত্তর আয়ারল্যান্ডের মধ্যে খেলা চলার সময় হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে তিনি প্রাণ হারান। শুক্রবার (১৭ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে উত্তর আয়ারল্যান্ড ২-০ গোল ব্যবধানে জয় লাভ করে। খেলার ২৪ মিনিটের সময় গ্যালারিতে উত্তেজিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ওই ভক্ত পদদলিত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় জরুরি সেবাকেন্দ্রে নেওয়া তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এর আগে গত রোববার (১২ জুন) ড্যারিন রডগার্স নামে ২৪ বছর বয়সী উত্তর আয়ারল্যান্ডের অপর এক ভক্ত খেলা দেখতে এসে মারা যান।