স্বাস্থ্যসেবা পেতে মানুষকে শহরে ছুটতে হয় না : আমু

SHARE

62শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে গেছে। স্বাস্থ্যসেবা পেতে মানুষকে এখন আর শহরে ছুটতে হয় না। উপজেলা হাসাতাল থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিকসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের মানুষ বিনা পয়সায় স্বাস্থ্যসেবা পাচ্ছে।

রোববার দুপুর ২টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ অডিটরিয়ামে মেডিসিন ক্লাবের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমান সরকারের আমলে দুইটি বেসরকারি মেডিকেলকে সরকারিকরণ করা হয়েছে। এছাড়া আরো ছয়টি মেডিকেল কলেজ করার পরিকল্পনা রয়েছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

নগরীর আমতানগঞ্জে শিশু হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই শিশু হাসপাতাল ভবন নির্মাণ কার্যক্রম শুরু হবে। এছাড়া বরিশালে যত সমস্যা আছে তা নিরসন করা হবে।

মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় সভাপতি ডা. আফজাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. নিজামউদ্দিন ফারুক ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা প্রমুখ।