চাঁদপুরের শাহরাস্তিতে রোগীর পায়ুপথে ৬ ইঞ্চি ডাব (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(ভিডিও),চাঁদপুরের শাহরাস্তি প্রতিনিধি ,শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ৩০ চৈত্র ১৪৩০ : চাঁদপুরের শাহরাস্তিতে ৪৫ বছর বয়সী এক যুবকের পায়ুপথ থেকে ৬ ইঞ্চির একটি ডাব অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়। আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজার এলাকার মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টার হাসপাতালের অপারেশন থিয়েটারে এক ঘণ্টার চেষ্টায় চিকিৎসকরা ওই ডাব অপসারণ করতে সক্ষম হন।

Advertisement

হাসপাতাল ও রোগীর স্বজনরা জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের যুবকের পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব ঢুকে যায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। এরপর এক্সরে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন।

Advertisement

হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন মো. শেখ ফরিদ জানান, অপারেশনের পরে বের হওয়া ডাবের আকার দেখে তিনি তাজ্জব বনে গেছেন।

এ ঘটনায় রোগী বা তার সাথে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোন মন্তব্য করতে রাজি হননি।

Advertisement

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান এনটিভি অনলাইনকে বলেন, দুর্ঘটনাযবসত কিংবা যে কোনভাবেই হোক রোগীর মলদ্বার দিয়ে ডাবটি প্রবেশ করে। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই। তিনি এখন শঙ্কামুক্ত।