ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ : এবার দলের কো-চেয়ারম্যান ও মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলাকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
Advertisement

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের বলয়ে প্রকাশ্যে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে বহিষ্কার করা হয়।
Advertisement

বিকেলে দলের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বাবলাকে দলের সব পদ-পদবি থেকে অব্যাহতির কথা জানানো হয়েছে। এমনকি, ঢাকা মহানগর দক্ষিণের কমিটিও ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
Advertisement

এর আগে, দুপুরে ক্ষোভ ও অভিমানে গোলাম মোহাম্মদ কাদেরকে ছেড়ে দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের বলয়ে যোগ দেন বাবলা। রোববার দুপুরে গুলশানের বাসভবনে অনুষ্ঠিত রওশন এরশাদের সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হাজির হয়ে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তিনি।
Advertisement

এ সময় বাবলা বলেন, রওশন এরশাদের নেতৃত্বে নতুন উদ্যমে জাতীয় পার্টি গঠন করবো। সারা দেশে ওয়ার্ড ইউনিট পর্যায়ে শক্তিশালী করার জন্য কাজ করবো। আমরা জানতাম, নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অথচ, আজ দেখতে পারছেন, এখানে দেশের চেয়ে দল বড়, আর দলের চেয়ে নিজে বড়, আর নিজের চেয়ে স্ত্রী বড়।
Advertisement

এর আগে, দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াহয়া চৌধুরী, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদাকে বহিষ্কার করেন জিএম কাদের।



