চালিভাঙ্গা ইউনিয়নে শান্তি শৃঙ্খলা রক্ষায় যা-যা করণীয় তা করা হবে: অধ্যক্ষ আব্দুল মজিদ এমপি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মো.ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা থেকে,বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ : কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল বলেন চালিভাঙ্গা ইউনিয়নে শান্তি শৃঙ্খলা রক্ষায় যা-যা করণীয় তা করা হবে। সোমবার (৩১শে জানুয়ারি) নিহত যুবলীগ নেতা কামরুল হাসানের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে তার বাড়িতে এসে এ বক্তব্য রাখেন।

Advertisement

আব্দুল মজিদ বলেন, এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে। এদিকে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম বলেন যতদিন পর্যন্ত এ চালিভাঙ্গায় কোম্পানির সাথে মিলে বালি ভরাট নামে আধিপত্য বিস্তার লাভ বন্ধ না হবে ততদিন এই এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আশা সম্ভব নয়।

Advertisement

\

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমি ও আমার সার্কেল এসপি দুই পক্ষের সঙ্গে কথা বলে যারা এলাকার বাইরে ছিল তাদের আশ্বস্ত করি এলাকায় যেতে। বাজারে পুলিশ ক্যাম্প স্থাপন করি। হুমায়ুন চেয়ারম্যান ও তাঁর ভাই সানাউল্লাহ আমাদের কথা দিয়েছিলেন কোনো রকম ঝামেলা করবে না। কিন্তু তারা তলে তলে পরিকল্পনা করে এই কাজটা করেছেন। ঘটনার সময় পুলিশ পাশে ছিল না; একটু দূরে ছিল। বাজারে ছিল পুলিশ; আর ঘটনা ঘটেছে নদীর পাড়ে। পুলিশ যাওয়ার আগেই তারা ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম, জেলা পরিষদের সদস্য কাইয়ুম হোসেন, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন, ছাত্রলীগ নেতা রবিন ও কামরুজ্জামান সালাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Advertisement

উল্লেখ্য, গত সোমবার আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড যুবলীগ সভাপতি কামরুল হাসান নিহত হয় ও ১০ জন আহত হয়। এ ঘটনায় নিহতের বাবা রব মিয়া বাদী হয়ে বুধবার (৩১শে জানুয়ারী) ২৬ জন নামীয় ও ২৫ থেকে ২৬ জন অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।