সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন অপু বিশ্বাস (ভিডিও)

SHARE

https://youtu.be/sRmr1B5WqQg?si=t2QmqFvOwbVhqmXZ

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ : নড়াইলে প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

Advertisement

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে নড়াইল সদরের রূপগঞ্জ এলাকার মোস্তারী কমপ্লেক্সে এক প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধনে এসে সুলতান মঞ্চের অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটান চিত্রনায়িকা।

Advertisement


প্রসাধনী পণ্য ‘হারল্যান স্টোর’ এর শোরুম উদ্বোধন কালে চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক সরকার, রিমার্কের হেড অব সেলস মাজেদুর রহমান, স্টোর হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Advertisement

এদিকে চরম বিশৃঙ্খলায় মোস্তারী কমপ্লেক্সে হারল্যান স্টোর উদ্বোধন করেন। পরে সুলতান মঞ্চে পণ্যের গুণগত মান সম্পর্কে বক্তব্য দেন নায়ক ইমন, নায়িকা অপুসহ সংশ্লিষ্টরা। একপর্যায়ে চিত্রনায়ক ইমন গণমাধ্যমে বক্তব্য দেন। পরে নায়িকা অপু বিশ্বাসের বক্তব্য নিতে চাইলে হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুল জানান অনুষ্ঠান শেষে বক্তব্য দেবেন।

Advertisement

দুই ঘণ্টা পরে অনুষ্ঠান শেষে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে গাড়িতে চেপে বসেন অপু বিশ্বাস। এসময় অপু বিশ্বাসও বলেন, পাবলিক প্লেসে অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বক্তব্য দেয়া সম্ভব না।  স্থানীয় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে হারল্যান স্টোর কর্তৃপক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন।
নড়াইল সদরের রূপগঞ্জ এলাকার মোস্তারী কমপ্লেক্সে এক প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: সময় সংবাদ