কমলাপুর থেকে ভাঙ্গা রুটে চালু হচ্ছে রেল চলাচল (ভিডিও)

SHARE

 

Advertisement

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারের নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এরমধ্যে চালু হচ্ছে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার। আগামী বছরের জুনে যশোর পর্যন্ত চলবে ট্রেন। ঢাকার কমলাপুর ও গেন্ডারিয়া, মুন্সীগঞ্জের মাওয়া, পদ্মা রেলস্টেশনসহ ফরিদপুরের ভাঙ্গা অংশে চলছে প্রস্তুতি। চলছে সাজসজ্জাও। শুরুতে ট্রেন থামবে মাওয়া, পদ্মা ও শিবচরে। চালু করার চেষ্টা চলছে মুন্সীগঞ্জের নিমতলা স্টেশনটিও।

 

পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের অধীনে চীন থেকে ১০০ নতুন কোচও কেনা হয়েছে। এগুলো দিয়েই চালু হবে ট্রেন চলাচল।

Advertisement

স্থানীয়রা জানান, তাদের দীর্ঘ দিনের স্বপ্ন রূপ নিচ্ছে বাস্তবতায়। খুব দ্রুত গতিতেই কাজ চলছে। রেল চালু হলে তাদের অনেক সময় বাঁচবে। এটি তাদের জন্য খুবই উপকার হবে বলে মনে করেন তারা।

 

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, নানান চ্যালেঞ্জ থাকলেও রেল চলাচলের সব প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে।

Advertisement

তিনি বলেন, উদ্বোধনের জন্য মাওয়া থেকে ভাঙ্গায় যাবেন আমাদের প্রধানমন্ত্রী। প্রথমে আমাদের অনুষ্ঠান হবে। এরপর রেল চালানোর জন্য যে প্রটোকল আছে তা আমরা অনুষ্ঠানের পরে নির্দিষ্ট স্থানে গিয়ে করব।