জানুয়ারিতে ৪৮ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি

SHARE

5152চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৮ কোটি ৫৫ লাখ টাকার চোরাচালানকৃত পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ২৯ হাজার ৬১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ হাজার ২৯২ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৪২ কেজি গাঁজা, ২৫ হাজার ৫০৭ বোতল বিদেশি মদ, ১৫ হাজার ৪৪০ পিস উত্তেজক ট্যাবলেট, ১ হাজার ৭৪৩টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২৬ লাখ ৮০ হাজার ৬৪৮ পিস অবৈধ ট্যাবলেট।

আটককৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৪১৬টি শাড়ি, ৭ হাজার ৪৩৯টি থ্রি পিস/শার্ট পিস, ২৩ হাজার ২৮৪ মিটার থান কাপড়, ৫ হাজার ৫৫টি তৈরি পোশাক, ১১ হাজার ৯৫৭ সিএফটি কাঠ, ১টি কষ্টি পাথর এবং ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ।

এছাড়াও জানুয়ারিতে বিভিন্ন অভিযানে ৪টি পিস্তল, ০২টি বন্দুক এবং ৭ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি।

চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৪১ জন বাংলাদেশি নাগরিককে আটক এবং ২২০ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করেছে বিজিবি।