শান্তর পর মিরাজের বিশ্বরেকর্ড

SHARE

5124নামিবিয়া শিবিরের শেষ উইকেট হিসাবে ওয়ারেন ভ্যান উইক যখন আউট হলেন তখন রেকর্ড বুকে ঢুকে গেলেন আরেক বাংলাদেশি। যুবাদের হয়ে সর্বাধিক উইকেট শিকারি এখন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের দিনই যুবাদের হয়ে সর্বোচ্চ রানের অধিকারী হয়েছিলেন দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিশ্বরেকর্ড গড়তে দরকার ছিল আর দুটি উইকেট। ঠিক পেলেনও তাই। নামিবিয়ার উইকেট বৃষ্টিতে কে কত উইকেট পকেটে পুরবেন এই প্রতিযোগিতার শেষ অধ্যায়ে বিশ্বরেকর্ডটি করেন মিরাজ। এতদিন এই রেকর্ডের অধিকারী ছিলেন পাকিস্তানি বোলার ইমাদ ওয়াসিম। ৪৯ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন এই পাকিস্তানি। আজকের ম্যাচে দুই উইকেট তুলে ৭৪ উইকেট নিয়ে শীর্ষে উঠে এলেন মিরাজ।

এদিন ৭ ওভার ৫ বল করে মাত্র ১২ রান দিয়ে ২টি উইকেট পান মিরাজ। ১৬তম ওভারের দ্বিতীয় বলে মাইকেল ভ্যান লিংগেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর ৩৩তম ওভারে ভ্যান উইককে একই ঢংয়ে আউট করে বিশ্বরেকর্ডের মালিক হন তিনি।