এসআই কর্তৃক ছাত্রী হয়রানির ঘটনায় তদন্ত কমিটি

SHARE

5093আশা ইউনিভার্সিটির ছাত্রীকে হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেয়ার ঘটনা তদন্তে ২ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করেছে তেজগাঁও বিভাগ পুলিশ। এর আগে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার বেলা পৌনে ১২টার দিকে আদাবর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার(ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ঘটনা বিকেলে (রোববার) হলেও রাত ১১টা ৩ মিনিটে শোনার পরপরেই এসআই রতনকে প্রত্যাহার করা হয়। ঘটনার সত্যতা যাচাই করতে ২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তেজগাঁও বিভাগের এডিসি আনিছুর রহমান ও সহকারি কমিশনার হাফিজ আল ফারুক ঘটনার তদন্ত করছেন বলেও জানান তিনি।

ডিসি আরো বলেন, “ব্যক্তির দায় বাহিনী নেবে না। অপরাধ করলে তার রেহাই নেই। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। পরবর্তী নির্দেশনা ও তদন্ত না হওয়া পর্যন্ত ওই অভিযুক্ত এসআই কর্মে যোগদান করতে পারবে না।”