ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ২০ নভেম্বর ২০২৩ : বিএনপি ও সমমনাদের ডাকা দুই দিনের হরতালের দ্বিতীয় দিন ভরদুপুরে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
Advertisement
ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুর দুইটা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুইটা ৪৬ মিনিটে ওই আগুন নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ২৮টি যানবাহনে আগুন লাগানো হয়েছে।
Advertisement
তার মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এতে ৯টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।
সবশেষ সোমবার দুপুর দুইটা ৩৫ মিনিটে রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের আগুনে পড়লো বিআরটিসির একটি যাত্রীবাহী বাস।