বিএনপি-জামায়াত সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে: জাসদ (ভিডিও)

SHARE

https://youtu.be/Ga0NH_jIVzw?si=Ycj-qIcsnYfaUYOh

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ : অবরোধের নামে বিএনপি ও তার মিত্রদের আগুনসন্ত্রাস, সহিংসতা, অন্তর্ঘাত ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

Advertisement

নেতারা বলেছেন, বিএনপি-জামায়াত সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক পথ পরিত্যাগ করে সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে। নির্বাচন প্রতিহত করে অস্বাভাবিক পথে ক্ষমতায় আসতে চায় তারা। তবে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। সরকার বা ক্ষমতার পরিবর্তনেরও কোনো পথ নেই।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসদ ঢাকা মহানগর কমিটি আয়োজিত অবরোধবিরোধী সমাবেশে নেতারা এসব কথা বলেন।

Advertisement

জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নেতা আহসান হাবীব শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, মোহাম্মদ মোহসীন, মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণে জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Advertisement

ফিলিস্তিনি সংহতি দিবসের সমাবেশ

ইন্টারন্যাশনাল পিপলস এসেম্বলির (আইপিএ) আহ্বানে বিশ্বব্যাপী ফিলিস্তিন সংহতি দিবসে একইদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ ও মিছিল করেছে জাসদ। সমাবেশ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলে নির্বিচার বোমাবর্ষণ, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলা হয়, দখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে ইসরাইয়েলিদের সরে যাওয়া এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।