ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জ প্রতিনিধি,রোববার, ২৯ অক্টোবর ২০২৩ : যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
Advertisement

রোববার (২৭ অক্টোবর) প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের মন্ডলপাড়া এলাকা থেকে র্যালি বের করে জেলা ও মহানগর যুবদলের একাংশের নেতাকার্মীরা। পরে ডিআইটি এলাকায় র্যালিতে বাধা দেয় পুলিশ।
একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও যুবদল নেতাকর্মীরা। এসময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন তারা।
Advertisement

ধাওয়া পাল্টা ধাওয়ার পর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এতে ১০ নেতাকর্মী আহত হওয়ার দাবি করছে বিএনপি। একইসময়ে প্রেসক্লাবের সামনে আরেকটি র্যালি বের করলে তাতে বাধা দেয় পুলিশ। ব্যানার ছিনিয়ে নেয়ার সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
Advertisement

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে র্যালিসহ নানা কর্মসূচি পালন করেছে যুবদলের নেতাকর্মীরা।



