ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ন্ত্রণে চীনের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র : ব্লিংকেন (ভিডিও)

SHARE

https://youtu.be/DmbC6mWZz8Q?si=5jtdGxzjZrHwQai2

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ : ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ন্ত্রণে চীনের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছেন। বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।

Advertisement

এতে বলা হয়, ফিলিস্তিন-ইসরায়েল লড়াই অব্যাহত আছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা জেগেছে। তবে তেমনটা যেন না ঘটে সেজন্য চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে কাজ করবেন ব্লিংকেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেন, ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধ বিস্তার রোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের, বিশেষ করে স্থায়ী সদস্যদের বিশেষ দায়িত্ব রয়েছে। সুনির্দিষ্টভাবে এটি করার জন্য গণপ্রজাতন্ত্রী চীন থেকে শুরু করে সব প্রতিপক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছি আমি।

Advertisement

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার  (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে ওয়াং ইয়ের। তার উদ্দেশ্য আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিদ্বন্দ্বী দেশটিতে আনুষ্ঠানিক সফরের প্রস্তুতির মঞ্চ তৈরি করা। প্রত্যাশা করা হচ্ছে, ওই সফরের আলোচ্য সূচিতে মধ্যপ্রাচ্যের সংকট থাকবে।

ইতোমধ্যে গাজা-ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যস্থতা করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সফর করেছেন চীনের বিশেষ দূত ঝাই জুন।চলতি বছরের শুরুতে এ অঞ্চলে দেশটির ক্রমবর্ধমান প্রভাব স্পষ্ট হয়েছিল।

Advertisement

ইরান ও সৌদি আরব  সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়। ২০১৬ সালের পর প্রথমবারের মতো বৈরি দুই প্রতিবেশী দেশের মধ্যে আলোচনা হয়। এক্ষেত্রে মধ্যস্থতা করে চীন।