ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ২২ অক্টোবর ২০২৩ : ঢাকার কমলাপুর থেকে ফরিদপুর ভাঙ্গা অংশে রেল চলাচলের প্রস্তুতি পুরোদমে চলছে। আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই, উচ্ছ্বসিত পদ্মার দুই পাড়ের ২১ জেলার মানুষ।
Advertisement

পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের অধীনে চীন থেকে ১০০ নতুন কোচও কেনা হয়েছে। এগুলো দিয়েই চালু হবে ট্রেন চলাচল।
Advertisement

স্থানীয়রা জানান, তাদের দীর্ঘ দিনের স্বপ্ন রূপ নিচ্ছে বাস্তবতায়। খুব দ্রুত গতিতেই কাজ চলছে। রেল চালু হলে তাদের অনেক সময় বাঁচবে। এটি তাদের জন্য খুবই উপকার হবে বলে মনে করেন তারা।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, নানান চ্যালেঞ্জ থাকলেও রেল চলাচলের সব প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে।
Advertisement

তিনি বলেন, উদ্বোধনের জন্য মাওয়া থেকে ভাঙ্গায় যাবেন আমাদের প্রধানমন্ত্রী। প্রথমে আমাদের অনুষ্ঠান হবে। এরপর রেল চালানোর জন্য যে প্রটোকল আছে তা আমরা অনুষ্ঠানের পরে নির্দিষ্ট স্থানে গিয়ে করব।



