মিয়ানমারে খনিতে ভূমিধস : ৭০ জনের প্রাণহনি

SHARE

উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যে একটি মূল্যবান সবুজ পাথর (জেড) খনিতে ভূমিধসে অন্তত 8৭০ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো শতাধিক। নিহতদের অধিকাংশই ওই খনির আবর্জনার স্তুপে পাথরের পরিত্যক্ত খন্ডাংশ খুঁজছিল। গতকাল শনিবার সন্ধ্যার দিকে খনির আবর্জনার স্তুপ ধসে এ হতাহতের ঘটনা ঘটে বলে কমিউনিটি ও ব্যবসায়ী নেতাদের বরাত দিয়ে এ খবর জানিয়ে টাইমস অব ইন্ডিয়া।
এদিকে, স্থানীয় পাথর ব্যবসায়ী ব্রাং সেং জানান, কাচিন রাজ্যে শনিবার সন্ধ্যার দিকে ধসে পড়া আবর্জনার নিচ থেকে ৭০ জনেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। লামাই গাম জা নামে আরেক ব্যবসায়ী জানান, ভূমিধসের ঘটনায় এখনো আরো শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।