Advertisement

যাত্রী হয়রানির অভিযোগ ছাপিয়ে সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে আসে বিমানবন্দর কাস্টমসের গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনা।
কাস্টমসের এমন একাধিক ঘটনায় তদন্ত কমিটি, দুএকজন আটক কিংবা লোক দেখানো ব্যবস্থা নিলেও বছরের পর বছর মূলহোতা থেকেছেন আড়ালে।
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে শুল্ক বিভাগের দুটি গুদাম আছে। এর একটির অবস্থান স্ক্যানারের পাশে যাত্রীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জব্দকৃত পণ্য রাখা হয়। অন্য গুদামটি নিচতলায়, যেখানে স্বর্ণসহ জব্দ করা মূল্যবান সামগ্রী রাখা হয়। এখান থেকেই চুরি হয় সাড়ে ৫৫ কেজি স্বর্ণ। যে ঘটনায় চলছে তোলপাড়।
Advertisement

কর্মকর্তাদের বক্তব্যে চুরির বিষয়টি পরিষ্কার হলেও ধোঁয়াশা কাটেনি। প্রশ্ন উঠেছে- রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর ভেতরে থাকা, শুল্ক বিভাগের গুদাম থেকে মালামাল চুরি হয় কিভাবে? বিষয়টিকে ভয়াবহ বললেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কমিশনার আব্দুল কাফি।



