বিএনপির কর্মসূচিতে নাশকতায় ছয় নেতাকর্মী গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নিজস্ব প্রতিনিধি,মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ : সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচিতে নাশকতায় দলটির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা প্রাথমিকভাবে নাশকতায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Advertisement

সোমবার মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই, থানা এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন, ধামরাই থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।

পুলিশের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জুলাই বেলা তিনটা ১০ থেকে সাড়ে তিনটার মধ্যে বিএনপির কিছু নাশকতাকারীরা ঢাকা-আরিচা সড়কে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণসহ বাসে আগুন দেওয়ার আহবান জানিয়ে দিয়ে বিশৃঙ্খলতার সৃষ্টি করে।

Advertisement

ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত বিকাশ বাসের চালক মো. আনোয়ার হোসেন বাদি হয়ে আশুলিয়া থানার মামলা করেন। পরে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে গ্রেপ্তার অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, প্রযুক্তির সহায়তা ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই নাশকতার সঙ্গে আরও জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Advertisement