শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিষয় চালু হচ্ছে

SHARE

1993দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি জারি করা হবে। শিক্ষামন্ত্রণালয় সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত বিদ্যায় দক্ষ নাগরিক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে শিক্ষামন্ত্রণালয়। এজন্য গত ২৮ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় চালুর ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোন অনুমতির প্রয়োজন হবে না।