ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ :ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করেছে সরকার।
Advertisement

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েটকে তলব করে অসন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার রাতে বলেন, ‘আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকেছি। তবে দুর্ভাগ্যবশত তিনি না থাকায় ভারপ্রাপ্ত মিশনপ্রধান এসেছেন। আমরা তাকে বলেছি, ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে, কারা করেছে, আমরা জানি না। এখানে লোক তো মারাও যায়নি। তবে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে’।
Advertisement

মন্ত্রী বলেন, ‘তাদের কাছে জানতে চেয়েছি, জাতিসংঘের নাম ব্যবহার করে টুইট বার্তা দেওয়ার ক্ষেত্রে কোড অব কনডাক্ট (কূটনৈতিক শিষ্টাচার) আছে কি না, আমরা সেটাই তাদের কাছে জানতে চেয়েছি’।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস নিন্দা জানান।
Advertisement

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা।



