মুক্তিযোদ্ধা কোটা শিথিল না করে শূন্য পদ পূরণের দাবি

SHARE

1951মুক্তিযোদ্ধা কোটা শিথিল না করে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে শূন্য পদ পূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ড। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

বক্তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় মুক্তিযোদ্ধা সন্তানরা পরীক্ষায় পাস করলেও নিয়োগ পায় না। সার্বিক বিষয় বিবেচনা করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মুক্তিযোদ্ধা কোটা শিথিল না করে বিশেষ বিসিএস পরিক্ষার মাধ্যমে শূন্য পদ পূরণের আবেদন জানান মুক্তিযোদ্ধা সন্তানরা।

বিসিএস পরিক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বন্ধ হয়ে গেলে মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে রাষ্ট্র চিন্তা করা ছেড়ে দিবে বলেও মন্তব্য করেন বক্তারা।

সংগঠনের সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রাসেদুল হাসান হীরা ও সাংগঠনিক সম্পাদক মো. শহীদ প্রমুখ।