এবার বেনাপোল দিয়ে দেশে ঢুকলো ৩০ মেট্রিক টন কাঁচা মরিচ (ভিডিও)

SHARE

https://youtu.be/J0Wn9vR03IY

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বেনাপোল প্রতিনিধি,রোববার, ০২ জুলাই ২০২৩ : পবিত্র ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরের পর একই দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪ ট্রাকে ৩০ মেট্রিক টন কাঁচা মরিচ ঢুকেছে দেশে।

Advertisement

রোববার (২ জুলাই) বিকেলে আমদানি করা ওই কাঁচা মরিচ খালাসের পর ট্রাকগুলো চলে আসবে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। দেশে কাঁচা মরিচের বাজার স্বাভাবিক রাখতে এই আমদানি করা হয়েছে।

রোববার বিকালে কাঁচা মরিচের দুইটি চালান বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ঊষা ট্রেডিং ২০ টন এবং খুলনার এসএম কর্পোরেশন নামের অপর আরেকটি প্রতিষ্ঠান ১০ টন মরিচ আমদানি করেন।

Advertisement

কাস্টমস  কর্তৃপক্ষ  জানিয়েছেন, প্রতি কেজি কাঁচা মরিচের জন্য দশমিক ২১৫ মার্কিন ডলারে (২২ সেন্ট) এলসি খোলা হয়েছে। কাস্টমসের শুল্ক করাদি পরিষদের পর এই কাঁচা মরিচ প্রতি কেজি ৫৬ টাকা দর পড়েছে।  আমদানিকারকরা বলছেন দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য বৃদ্ধির কারণে তারা এই মরিচ আমদানি করেছেন। পর্যায়ক্রমে আরও কাঁচামরিচ আমদানি হবে বলে  জানিয়েছেন তারা।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দরে এই কাঁচা মরিচ প্রবেশের পর তা দ্রুত খালাস করে রাজধানী ঢাকায় পাঠানোর হবে। এদিকে ভারত থেকে যে কাঁচামরিচ এসেছে তাছাড়াও আরও প্রায় ৬টি ট্র্যাকে মরিচ আমদানির কথা রয়েছে। যেগুলা ওপারের বন্দরে দাঁড়িয়ে আছে।

Advertisement

এদিকে, রোববার (২ জুলাই) ভোমরা স্থলবন্দর দিয়ে ৬টি কাঁচা মরিচবোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।বাজারে কাঁচা মরিচ ও টমেটোর দাম বেড়ে যাওয়ায় সরকার সরকার পণ্য দুটি আমদানির অনুমতি দিয়েছে। রোববার (২৫ জুন) সকাল থেকে এ অনুমতি দেয়া বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।